জেলা ক্রীড়া সংস্থার পরিদর্শন করেন বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইকবাল হোসেন। তিনি বলেন- ‘স্টেডিয়ামের গ্যালারি, জিমনেসিয়াম, অডিটিরিয়াম, সুইমিংপুলের অবস্থা জরাজীর্ন। এসবের সংস্কার করা দ্রুত প্রয়োজন তবে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সন্তোষজনক বলে আমি মনে করি।’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সার্বিক বিষয়গুলো সংস্কার জন্য প্রাক্কলন তৈরি করে প্রতিবেদন আকারে জেলা প্রশাসকের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা ক্রীড়া পরিষদে প্রস্তাব আকারে প্রেরণ করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যাবে বলেও তিনি মতামত ব্যক্ত করেন। এ সময় জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মো. জাহাঙ্গীর হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব, অ্যাডহক কমিটির সদস্য মো. তৌফিকুর রহমান রতন, মেহেদী হাসানসহ কর্মচারীরা উপস্থিত ছিলেন। সম্পাদক কর্তৃক...