মারাকানার জাদুকরী আলোয় ফুটে উঠলো দক্ষিণ আমেরিকান ফুটবলের মহিমা। বিশ্বকাপ বাছাইপর্বের এই রাতে শুধু ব্রাজিলের গোল উৎসবই নয়, উরুগুয়ে, কলম্বিয়া ও প্যারাগুয়ের জন্যও বয়ে আনলো পরবর্তী আসরের টিকেটের আনন্দ। ২০২৬ সালের যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে দক্ষিণ আমেরিকার ফুটবল মহাদেশ যেন রঙিন হয়ে উঠলো একসঙ্গে। শুক্রবার, (০৫ সেপ্টেম্বর ২০২৫) (বাংলাদেশ সময় ভোর) চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিলো স্বাগতিক ব্রাজিল। এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেশের দারুণ সব গোল এনে দেয় কার্লো আনচেলত্তির দলের জয়। প্রতিভাবান ১৮ বছর বয়সী এস্তেভাও ৩৮ মিনিটে ম্যাচের খাতা খোলেন। এরপর দ্বিতীয়ার্ধে দ্রুত সময়ে দুটি গোল আসে, ৭২ মিনিটে পাকেতা ও ৭৬ মিনিটে গুইমারেশ। এই জয়ে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় স্থান আরও মজবুত করে ব্রাজিল। এদিকে ৬০ হাজার দর্শকের সামনে উরুগুয়ে নিজেদের মাঠে...