১৫ বছরে আওয়ামী লীগকে স্বৈরাচার হতে সহায়তা করেছে জাতীয় পার্টি (জাপা)। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে।বাংলাদেশে আওয়ামী লীগ না থাকলে জাতীয় পার্টিও থাকতে পারে না। শুক্রবার (৫ সেপ্টেবর) শাহবাগ মোড়ে গণঅধিকার পরিষদ আয়োজিত তিন দফা দাবিতে সংহতি সমাবেশে বক্তৃতায় এ মন্তব্য করেন নেতারা। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, নুরুল হক নুরুর ওপরে আগেও হামলা হয়েছে, কিন্তু এমন হামলা হয়নি। প্রশ্ন হচ্ছে স্বৈরাচার পালিয়ে গেছে, এখনও নুরের ওপরে হামলা চালালো কারা! অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের ঘোষণা দিয়েছেন কোনো টালবাহানা চলবে না। মানুষ কোনো টালবাহানা সহ্য করবে না। তিনি বলেন, নুরুল হক নুরের ওপর হামলার বিচার না হলে আমরা রাজপথে নামবো। আর এ মিছিলের আগ্রভাগে থাকবে বিএনপির নেতাকর্মীরা। আমাদের নেতা তারেক...