ছোটবেলা থেকে যাকে আদর্শ মেনে বড় হয়েছেন, সেই লিওনেল মেসির সঙ্গে প্রথমবার ম্যাচের শুরু থেকে খেলতে পেরে খুবই উচ্ছ্বসিত ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। তবে তরুণ এই ফুটবলার বললেন, ম্যাচের একপর্যায়ে তার ওপর রেগে গিয়েছিলেন মেসি। সেই কারণও জানালেন রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। বুয়েন্স এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে নিজের শেষ ম্যাচে জোড়া গোল করে দলের জয়ের নায়ক মেসিই। গত জুনে চিলির বিপক্ষে শেষ দিকে বদলি নেমে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মাস্তানতুয়োনোর। ভেনেজুয়েলার বিপক্ষে মেসির সঙ্গে ম্যাচের শুরু থেকে এক ঘণ্টার বেশি সময় খেলেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। একপর্যায়ে ভালো পজিশনে থাকা মেসিকে পাস না দিয়ে নিজেই শট নিয়ে ব্যর্থ হন মাস্তানতুয়োনো। বিষয়টি মোটেও ভালো লাগেনি মেসির। সেই মুহূর্তের কথা...