০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম বগুড়ার বিএনপি ও নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্যাগিং, সাইবার বুলিংয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেতারা। নামে বেনামে ফেক ফেসবুক আইডির সংখ্যা বেড়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসছে, দল এবং নেতাদের নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করছে একটি গোষ্ঠী। জেলা বিএনপির দায়িত্বশীল ও জনপ্রিয় নেতাদের বিতর্কিত করতে এই অপতৎপরতা বলে মন্তব্য করেছেন বিএনপি নেতৃবৃন্দ। কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বলেছেন, তিনি বগুড়া-৪ আসনের জননন্দিত সাবেক এমপি। আগামী নির্বাচনে বিএনপির নিশ্চিত বিজয় জেনেই একটি গোষ্ঠী অপতৎপরতায় মেতেছে এবং লাগাতার সাইবার বুলিং করছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বগুড়া শহরের বাসায় কাহালু ও নন্দীগ্রাম উপজেলার সকল ইউনিটের নেতাকর্মীর সাংগঠনিক সমন্বয় বৈঠকে সাইবার বুলিং নিয়ে...