ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সবাই ভোট দিলে প্রতিক্রিয়াশীল শক্তির ক্ষমতা থাকবে না বলে মন্তব্য করেছেন প্রতিরোধ পরিষদের জিএস (সাধারণ সম্পাদক) প্রার্থী ও ঢাবি ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসু। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে এ মন্তব্য করেন তিনি। মেঘমল্লার বসু এখনো হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানিয়েছেন। জিএসপ্রার্থী মেঘমল্লার বসু বলেন, ‘আগামী ৭ বা ৮ সেপ্টেম্বর ক্যাম্পাসে ফিরবো। ৯ সেপ্টেম্বর সারাদিন আপনাদের সঙ্গে থাকবো। ডাকসুতে সবাই ভোট দিতে এলে প্রতিক্রিয়াশীল শক্তির ক্ষমতা থাকবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থী ভোট দিলে প্রতিক্রিয়াশীলরা লাভবান হতে পারবে না।’ লাইভের শুরুতে মেঘমল্লার বসু বলেন, ‘গত ২ সেপ্টেম্বর আমার অপারেশন হয়েছে। একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি রয়েছি। অ্যাপেন্ডিক্সটা খুব গুরুত্বপূর্ণ না। কিন্তু আমার সার্জারিটা একটু জটিল। পেট...