বিশ্বকাপ যখন কড়া নাড়ছে দুয়ারে, হুট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মিচেল স্টার্কের অবসরের ঘোষণা অবাক করে অনেককেই। তবে সবচেয়ে বেশি চমক হয়েছে আসে বোধহয় মিচেল মার্শের জন্য। এই সংস্করণে অস্ট্রেলিয়ার অধিনায়ক হয়েও যে কিছুই আঁচ করতে পারেননি তিনি! স্টার্ক বললেন, মার্শকে জানাতেই মনে ছিল না তার। আগামী বছরে অস্ট্রেলিয়ার ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা ভাবনায় রেখে গত মঙ্গলবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দেন স্টার্ক। অস্ট্রেলিয়ার সফলতম পেসার হিসেবে এই সংস্করণে পথচলার ইতি টানলেন তিনি। অস্ট্রেলিয়া হয়ে ৬৫ টি-টোয়েন্টিতে স্টার্কের উইকেট ৭৯টি। দেশটির জার্সিতে এই সংস্করণে তার চেয়ে বেশি উইকেট নিতে পেরেছেন কেবল লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা, ১৩০ উইকেট। আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলে এবারের আসরে দলটিকে নেতৃত্বে দেবেন মার্শ। বৈশ্বিক আসরের...