০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম "বাবার মতো মেয়েও নির্বিচারে মানুষ হত্যা করেছে। বাবা বাকশাল কায়েম করেছিল, গণতন্ত্র হত্যা করেছিল। ভারতের মদদে শেখ হাসিনাও সেই একই কাজ করেন" বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, "১০ হাজার মাইল দূর থেকে তারেক রহমান জুলাই বিপ্লবের প্লট তৈরি করেন। মূলত সেই বিপ্লবের ফলেই শেখ হাসিনা পালিয়ে আবারও ভারতে আশ্রয় নিয়েছে। ফ্যাসিস্ট শাসনকালে গণতন্ত্র পুনরুদ্ধারে এদেশের জিয়ার সৈনিকদের লাশ পড়ে ছিল শীতলক্ষ্যা, বুড়িগঙ্গার তীরে, রাস্তাঘাটে। মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছিল শেখ হাসিনা। কারণ তারা ভারতের তাবেদারি করার জন্য ক্ষমতায়...