০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম ঘরোয়া ক্রিকেট ‘দ্য হান্ড্রেড’-এ দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে আসন্ন আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জর্ডান কক্স। আয়ারল্যান্ড সফরের জন্য গত মাসে দল ঘোষণা করেছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ১৫ সদস্যের দলে নতুন যুক্ত হলেন কক্স। গত মাসে শেষ হওয়া দ্য হান্ড্রেড-এ ওভাল ইনভিন্সিবলসের হয়ে ৬১ দশমিক ১৬ গড় এবং ১৭৩ দশমিক ৯৩ স্ট্রাইক রেটে ৩৬৭ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কক্স। লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে ট্রেন্ট রকেটসকে ২৬ রানে শিরোপা জিতে কক্সের ওভাল ইনভিন্সিবলস। গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয় কক্সের। ইংল্যান্ডের হয়ে ৩টি ওয়ানডেতে ২২ রান এবং ২টি টি-টোয়েন্টিতে ১৭ রান করেছেন তিনি। গেল বছরের সেপ্টেম্বরে জাতীয় দলের...