লিগস কাপ ফাইনালে বিতর্কের জন্ম দিয়েছিলেন লুইস সুয়ারেজ। ম্যাচ শেষে সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুথু নিক্ষেপ করে তীব্র সমালোচনার মুখে পড়েন ইন্টার মিয়ামি ফরোয়ার্ড। এ ঘটনায় অনুতপ্ত হয়েছেন উরুগুয়ে তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে থুথু নিক্ষেপের ঘটনায় ক্ষমা চেয়েছেন সুয়ারেজ। লিখেছেন, ‘এটা ছিল প্রচণ্ড উত্তেজনা ও হতাশার এক মুহূর্ত, যেখানে ম্যাচ শেষে এমন কিছু ঘটে গেছে যা কখনোই হওয়া উচিত নয়। তবে আমার প্রতিক্রিয়ার কোনো অজুহাত নেই। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে দুঃখিত।’ ‘যা হয়েছে তার জন্য আমি ভীষণ অনুতপ্ত। আমি চাইনি ক্ষমা চাওয়ার সুযোগ হাতছাড়া করতে। যারা আমার আচরণে কষ্ট পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’ রোববার লুমেন ফিল্ডে ফাইনালে লিওনেল মেসির নেতৃত্বাধীন ইন্টার মিয়ামিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জেতে সিয়াটল সাউন্ডার্স। ম্যাচ শেষ হতেই সিয়াটল ফুটবলার ওবেদ ভার্গাসকে...