গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান সেলিম (৩০)। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ধাপেরহাট-আমবাগান সড়কের হাসানপাড়া জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। সেলিম ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন চান মিয়ার ছেলে এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনের ছোট ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা সেলিমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক লাঠিপেটা করা হয়, ফলে তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে কারা এ হামলার সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্বজনদের...