আগামী এক বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি ব্র্যান্ড বিশ্ববিদ্যালয়ে পরিণত করার আশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে ইংরেজি ও আইসিটি বিষয় দুটি বাধ্যতামূলক করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানো এবং ফলক উন্মোচনের মাধ্যমে নতুন এ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়। ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মানবসম্পদে রূপান্তরিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরলস কাজ করে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছি। এর আলোকে অনার্সসহ বিভিন্ন...