জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী নির্বাচনে জুলাই চেতনায় বিশ্বাসীদের নিয়ে বৃহত্তর জোট গঠন করা হবে। সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। জোটে সব ইসলামি দল, জুলাই চেতনাকে ধারণ করে এমন সমমনা দল থাকবে। এ বিষয়ে আলেম-ওলামা ও ইসলামী রাজনীতিকদের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচন যত কাছে আসবে, আমাদের এ প্রক্রিয়া তত দৃশ্যমান ও সুসংগঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্র নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. তাহের বলেন, দিন দিন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে। পক্ষান্তরে অন্য একটি দলের জনপ্রিয়তা কমছে। ওই দলটি গত কয়েক দিন আগেও হানিফ পরিবহণের কাউন্টার ভাঙচুর ও লুটপাট করেছে। দেশের জনগণ কোনো চাঁদাবাজ ফ্যাসিবাদকে আর চায় না। জামায়াত নেতা আবুল...