কিংবদন্তি লালন সঙ্গীতশিল্পী ফরিদা পারভীনকে ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করানোর পর তার অবস্থার অবনতি হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। টানা চার দিন ধরে সেখানে চিকিৎসাধীন তিনি। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী বলেন, শারীরিক অবস্থা বুঝে ফরিদা পারভীনকে কেবিনে নেয়া হতে পারে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী। তাকে সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয়। গত মঙ্গলবার ডায়ালাইসিসের পর উনার বমি শুরু হয়, হিমোগ্লোবিন কমতে থাকে এবং ‘ইন্টার্নাল ব্লিডিং’ হয়। পরে দ্রুত আইসিইউতে নেয়া হয়। তিনি বলেন, ফরিদা পারভীনের শ্বাসকষ্টের সমস্যা আছে। এবারের অবস্থা আগে থেকে কিছুটা জটিল। কিডনি ফেইলিউর কোনো রোগীর অবস্থা নিয়ে আগে থেকে বলা যায় না। উনি গত জুলাইয়ে চিকিৎসা...