প্রবাসীরা দলে না থাকলেও বর্তমান দলটি শক্তিশালী: কোচ কাঠমান্ডুতে ম্যাচের আগের দিন বাংলাদেশ ও নেপাল দলের কোচ ও অধিনায়করা ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ নেপালের বিপক্ষে প্রথম খেলবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি। ২০২২ সালের পর এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। সর্বশেষ ম্যাচের স্মৃতি বাংলাদেশ দল কিংবা কোচ কাবরেরা, কারও জন্যই সুখকর নয়। সেবার এ মাঠেই ৩-১ গোলে হেরেছিল তারা। শুক্রবার, (০৫ সেপ্টেম্বর ২০২৫) কাঠমান্ডুর সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা। সেই স্মৃতি আওড়ালেন। ‘বাংলাদেশের জন্য এখানে খেলা সব সময় কঠিন। আমার একমাত্র অভিজ্ঞতা হলো ২০২২ সালের সেপ্টেম্বরে, তখন আমরা বিরতির সময় ৩-০ গোলে পিছিয়ে ছিলাম। সত্যিই কঠিন লড়াই ছিল। আমরা এবারও খুব শক্ত প্রতিপক্ষ আশা করছি, তবে বিশ্বাস করি এবার আমরা আরও ভালো...