প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে তা দিয়ে বিভিন্ন কর্মকর্তার কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইছে একটি প্রতারকচক্র। এ নিয়ে সবাইকে সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে চক্রের সদস্যদের বিষয়ে মন্ত্রণালয় বা কাছের থানায় অভিযোগ করার অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারকচক্র প্রতারণার চেষ্টা করছে বলে কিছু অভিযোগ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। ‘কয়েকদিন ধরে প্রতারকচক্রটি মন্ত্রণালয়ের সচিবের নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নম্বর ০১৮৫১-২৭৪৫৬৫ থেকে যা মন্ত্রণালয়ের সচিবের ব্যবহৃত মোবাইল নম্বর নয়, প্রতারণার চেষ্টা করছে। তারা সচিব পরিচয়ে...