স্লোভেনিয়ার গোল উদযাপনের সময় হতাশ জার্মান খেলোয়াড়রা আগের দিন বিশ্বকাপ জয়ের লক্ষ্যের কথা বলেছিলেন জার্মানি কোচ ইউলিয়ান নাগেলসমান। পরদিন তার দল মুখ থুবড়ে পড়লো বাছাইপর্বের শুরুতেই। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের স্তব্ধ করে স্মরণীয় জয় তুলে নিলো স্লোভাকিয়া। গত বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠে ম্যাচটি স্লোভাকিয়া জিতেছে ২-০ গোলে। দুই অর্ধে একটি করে গোল করেছে স্বাগতিকরা। প্রথমার্ধের শেষ দিকে দাভিদ হান্সকো এগিয়ে নেন দলকে। ওই গোলে অবদান রাখা দাভিদ স্ত্রেলেচ দ্বিতীয়ার্ধের শুরুতে করেন দুর্দান্ত একটি গোল। ৯ বছরের বেশি সময় পর মুখোমুখি হলো এই দুই দল। উপলক্ষটা স্লোভাকিয়া রাঙালো চমক জাগানিয়া জয়ে। সব মিলিয়ে জার্মানদের বিপক্ষে তাদের চতুর্থ জয় এটি, ২০১৬ সালের মে মাসের পর প্রথম। জার্মানি জয়হীন রইলো টানা চার ম্যাচে, হারলো সবশেষ তিনটিতেই। গত জুনে নেশন্স লীগে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হেরেছিল...