জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। তবে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে লঙ্কানদের পাল্লাই ভারী ছিল। আফগানিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টিতে জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি। তবু এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলোর বাংলাদেশকে ভয় না পাওয়ার কোনো কারণ দেখছেন না তাসকিন আহমেদ। এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কা, পাকিস্তান ও সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। শুক্রবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তাসকিন। এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে সেখানে সাংবাদিকদের তাসকিন বলেন, 'আমার, দলের সবার প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়া, এটাই মূল্য লক্ষ্য। আসলে আমরা তো শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে আমাদের সবশেষ তিনটা সিরিজই আল্লাহ রহমতে জয় পেয়েছি। এটা ভালো আত্মবিশ্বাস দেবে।' এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সুপার ফোরে যেতে বাংলাদেশের লড়াইটা হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার...