থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের নির্দেশে ও উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে উপজেলার শশীদল উত্তরপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার মৃত আব্দুল ওয়াদুদ প্রকাশ অদুদ মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তার ঘরের ভেতরের স্টিলের আলমারি ও ওয়াল সুকেছের ড্রয়ারে লুকানো অবস্থায় ২০ বান্ডিলে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ২ কেজি করে গাঁজা রাখা ছিল। এসআই মো. মেহেদী হাসান জুয়েল বলেন, “পলাতক আসামী জসিম উদ্দিন একজন চিহ্নিত...