নির্মাতা নাজনীন হাসান খানের পরিচালনায় নির্মিত হলো বিশেষ নাটক ‘ফুলের বিবাহ’। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ দিয়েছেন রাজীব মণি দাস।সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকের চিত্রধারণ করা হয়েছে। নাটকের শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, জান্নাতুন নূর মুন, সোহেল খান, সাহেলা আক্তার, ফরিদ হোসেন, ফাহমিদা রহমান তৃষা, আল মামুন রুপান্তর, অনন্যা খান, কাজী বাবুল প্রমুখ। নাটক প্রসঙ্গে নির্মাতা নাজনীন হাসান খান বলেন, একটা মেয়ে সারাজীবন ধরে স্বপ্ন বুনে সুন্দর ও মনের মতো একজন স্বামীকে নিয়ে। বিয়ের দিন হলো সেই কাঙ্ক্ষিত দিন। বধূ বেসে বসে থাকে বরপক্ষের আসায়। দিন গড়িয়ে সন্ধ্যা নামে তবুও বরপক্ষের আসার খবর নেই। তারপর যখন খবর আসে বর গাড়ি থেকে পালিয়েছে, তখন ঐ মেয়েটির মনের অবস্থা কেমন হয়, আর তার পরিবারের অবস্থা! ঠিক এমনই একটি গল্প নিয়েই আমার এবারের...