ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ঘিরে আদালতে রিট আবেদনকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকির প্রতিবাদে বুধবার দুপুরে সুপ্রিমকোর্টের প্রধান ফটকে মানববন্ধন করে ছাত্রদল। সেখানে সংগঠনটির নেত্রীরাও বক্তব্য দেন। তারা ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ করেন। এদের মধ্যে একজন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুপন্তি রত্না। ওই মানববন্ধনে রত্না বলেন, ‘আমরা নারী শিক্ষার্থীরা রাজনীতিতে সক্রিয় হতে চাই, কিন্তু গুপ্ত সংগঠনের ভয়ভীতি আমাদের প্রতিদিন পিছু টেনে ধরে। বাংলাদেশের মোট ভোটারের ৫২ শতাংশ নারী। অথচ রাজনীতিতে আমরা বারবার বাধার মুখে পড়ি। কারণ, যারা প্রকাশ্যে রাজনীতি করে না, তারা আড়ালে থেকে আমাদের হেয় করে, আমাদের গালাগাল করে, আমাদের হুমকি দেয়।’ শুধু আমার ক্ষেত্রে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যত নারী প্রার্থী আছে, সবাই আক্রমণের শিকার হচ্ছে। উমামা ফাতেমা থেকে শুরু...