০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম ভয়াবহ বন্যার কবলে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব। প্রাকৃতিক দুর্যোগ মুছে দিয়েছে মানুষের তৈরি সীমান্ত। ইরাবতী নদী যা ভারত ও পাকিস্তানের সীমান্ত নির্দিষ্ট করে ৩০ কিলোমিটার পর্যন্ত সেই নদীবাঁধ ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ভেঙে গুঁড়িয়ে গিয়েছে কাঁটাতার। বন্যার জেরে দুই দেশের চেকপোস্টও খালি পড়ে রয়েছে। সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রয়োজনীয় সব জিনিসপত্র। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে। প্রশ্ন উঠছে চেকপোস্ট খালি করে দেওয়ায় সেখান থেকে ঢুকে পড়বে না তো অনুপ্রবেশকারীরা? কারণ অতীতে একই ঘটনা ঘটেছিল কারগিলে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চেকপোস্ট খালি থাকার কারণে ইতিমধ্যেই অনুপ্রবেশের চেষ্টার ঘটনা ঘটেছে ওই সব অঞ্চলে। সূত্রে জানা গিয়েছে, সীমান্ত খালি থাকার সুযোগ নিয়ে মাদক পাচারকারীরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তবে...