এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু করেছে কিউবা মিচেল-শ্রাবণরা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আগামীকাল শনিবার দ্বিতীয় ম্যাচে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচে ডিফেন্স লাইন বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। বিশেষ করে করে ডানপাশের দুর্বলতাকে কাজে লাগিয়ে আক্রমণ করেছে ভিয়েতনাম। বাংলাদেশ পরাস্তও হয়েছে সেখান দিয়েই। প্রথমার্ধের শুরুতে আর দ্বিতীয়ার্ধের শেষে মোট দুটি গোল হজম করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। ইয়েমেনের বিপক্ষে এই জায়গায় বিশেষ নজর দিতে হবে কোচ সাইফুল বারী টিটুকে। নতুন কৌশল আবিষ্কার করতে হবে তাকে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচটি বাঁচা-মরার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য। এশিয়ান কাপের মূলপর্বে খেলতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। ইয়েমেনকে...