আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে আলগি ও হামিদ্দি ইউনিয়নের বাসিন্দারা ঢাকা অভিমুখে ভাঙ্গা পৌরসভার সামনে ও দক্ষিণবঙ্গ অভিমুখে টোল প্লাজার সামনে গাড়ি আটকে রাখে। এতে ঢাকা-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল জেলা গোপালগঞ্জসহ ২১ জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাত ৮টার দিকে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করে জানান, ফরিদপুরের ভাঙ্গায় আলগি ও হামিদদির জনসাধারণ বিশ্বরোডে অবস্থান নিয়ে মহাসড়ক...