রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বাম সংগঠনগুলোর জোট ‘গণতান্ত্রিক ছাত্রজোট’। অধিকাংশ সংগঠন যেখানে নিজেরা ইশতেহার প্রকাশ করছে, সেখানে ছাত্রজোট শিক্ষার্থীদের কাছ থেকেই দাবি সংগ্রহ করে ‘গণইশতেহার’ তৈরি করছে। ১ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ ও আবাসিক হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে এ কর্মসূচি শুরু করে জোটের নেতারা। লিফলেটে দেওয়া কিউআর কোড স্ক্যান করে শিক্ষার্থীরা তাদের চাহিদা, দাবি ও প্রস্তাব জমা দিতে পারছেন। এ কর্মসূচি ৭ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তারা। জোটের নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যা ও শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতেই তারা নির্বাচনি ইশতেহার তৈরি করতে চান। তাদের মতে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক ইশতেহার সম্ভব নয়। গণতান্ত্রিক ছাত্রজোটের সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “আমাদের ক্যাম্পেইনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলোকে...