নিয়ম না মানার কারণে ফেইসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ও এক্স’সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের নির্দেশ দিয়েছে নেপাল সরকার, যা সেন্সরশিপ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বৃহস্পতিবার নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দেশটির ‘নেপাল টেলিকমিউনিকেশন অথরিটি’কে নির্দেশ দিয়েছে, তারা যেন ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের ২৬টি সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম পুরোপুরি বন্ধ করে দিতে বলে। কারণ দেশটির স্থানীয় নিবন্ধন নিয়ম মেনে চলেনি এসব কোম্পানি। এ সিদ্ধান্তটি ওইদিন সকালে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক বৈঠকের পর নেওয়া হয়েছে। নেপালের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন গণমাধ্যম অধিকার সংগঠন এবং এতে দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা ও সেন্সরশিপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চ। নেপাল টেলিকমিউনিকেশন অথরিটির তথ্য অনুসারে, নেপালে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৯০ শতাংশেরও বেশি। এদিকে, ওয়েব অ্যানালিটিক্স কোম্পানি ‘স্ট্যাটকাউন্টার’-এর...