কাঠমাণ্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচের আগের দিন অনুশীলনে অবাক করা চিত্র। মাঠে উপস্থিত থাকলেও হাতে গ্লাভস নেই মিতুল মারমার। জাতীয় দলের একাদশে অপরিহার্য হয়ে পড়া এ গোলকিপারকে এভাবে দেখাটা বিরল। পরে জানা গেল গ্রোয়িন এর চোটে ভুগছেন আবাহনীর এ গোলকিপার। এবং জোর সম্ভাবনা কালকের ম্যাচেও হয়তো দেখা যাবে না তাকে। এমনিতেই দলে নেই প্রথম একাদশের নিয়মিত মুখ হামজা চৌধুরী, শমিত সোমের মতো ফুটবলাররা। অনূর্ধ্ব-২৩ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামে রয়েছেন শেখ মোরসালিন. ফাহামিদুল ইসলাম, শাকিল আহাদ তপু, মেহেদি হাসান শ্রাবণরা। এ অবস্থায় মিতুলের অনুপস্থিতিতে গোলবারের দায়িত্ব সামলানোর ভার পড়বে দুই ভাই সুজন ও পাপ্পু হোসেনের যেকারোর কাঁধে। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন বড় ভাই...