০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম কর ফাঁকির দায়ে পদ হারালেন ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) কর ফাঁকির অভিযোগ স্বীকার করে নিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। পাশাপাশি শাসকদল লেবার পার্টির ডেপুটি লিডার পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। ৪৫ বছর বয়সী রেনার হলেন লেবার পার্টির নেতৃত্বে গঠিত মন্ত্রিপরিষদের অষ্টম সদস্য, যিনি কিয়ার স্টারমারের সরকার থেকে বিদায় নিলেন। রেনারের ইস্তফা প্রসঙ্গে মুখ খুলে স্টারমার বলেন, ‘রেনারের মতো দক্ষ প্রশাসকের বিদায়ে দুঃখজনক। তবে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি (রেনার)।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রেনারের ইস্তফা ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য বড় ধাক্কা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, পদত্যাগী রেনারকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উত্তরসূরি হিসাবেই মনে করা হচ্ছিল। লেবার পার্টিতে থাকা বাম এবং মধ্যপন্থী হিসাবে পরিচিত নেতাদের মধ্যে মধ্যস্থতায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন।...