দুই বছর ধরে ভেতরে জমে থাকা যন্ত্রণা, লাঞ্ছনা আর অনিশ্চয়তার অবসান ঘটল এক ঝটকায়। মাত্র ৪০ সেকেন্ডই যথেষ্ট ছিল ব্রাজিলের ফুটবলার লুকাস পাকেতার জন্য—যার মধ্যে তিনি ফিরে পেলেন হাসি, গর্ব আর মুক্তির স্বাদ।মারকানায় চিলির বিপক্ষে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বদলি হিসেবে নামেন তিনি। দ্বিতীয়ার্ধের ২৫:৫৩ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেলির জায়গায় মাঠে নামেন, ২৬:২০ মিনিটে প্রথমবার বল স্পর্শ, আর ২৬:৩৩ মিনিটে লুইস হেনরিকের ক্রস থেকে দারুণ এক হেডে গোল! দুই বছরের অপেক্ষার প্রতীকী মুক্তি যেন সেই মুহূর্তেই মিলল।গোলের পর আবেগভরা কণ্ঠে পাকেতা বললেন, ‘আমি খুশি যে নিজের আসল চেহারা প্রমাণ করতে পেরেছি। আমার সত্যি জয় হয়েছে, আর আজ আমি আবার হাসি মুখে ফুটবল খেলতে পারছি।’তদন্ত, বিতর্ক আর অভিযোগের আঁধার শেষে তিনি এখন হালকা, মুক্ত: ‘এটা নিঃসন্দেহে এক স্বস্তি। এই সময়ে আমি পরিবার...