নতুন এক বেতন প্যাকেজ প্রস্তাব করেছে টেসলার পরিচালনা পর্ষদ, যেখানে নির্দিষ্ট লক্ষ্যগুলো পূরণ করতে পারলে প্রায় এক ট্রিলিয়ন ডলার পেতে পারেন কোম্পানিটির সিইও ইলন মাস্ক। প্রস্তাবিত এ বেতন প্যাকেজটি অনুমোদিত হলে তা হবে কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় বেতন প্যাকেজ। টেসলা বিশ্বাস করে, মাস্ক কোম্পানিটিকে গাড়ি নির্মাতা থেকে প্রযুক্তিনির্ভর এক শক্তিশালী কোম্পানিতে রূপান্তর করতে পারবেন– এ বেতন প্যাকেজ তারই প্রতিফলন বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। এক ট্রিলিয়ন ডলারের প্যাকেজ পেতে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মাস্ককে টেসলার আয়ের একটি পরিসংখ্যান ২৪ গুণ বাড়াতে, ১০ লাখ রোবোট্যাক্সি বাজারে চালু, ১০ লাখ কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট বিক্রি এবং আরও এক কোটি ২০ লাখ টেসলা গাড়ি বিক্রি করতে হবে। বিনিয়োগকারীদের এ বেতন প্যাকেজের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ পরিকল্পনার অধীনে মাস্ক কোনও বেতন...