জোড়া গোলে আর্জেন্টিনার মাটিতে নিজের শেষ ম্যাচ রাঙালেন লিওনেল মেসি। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে বিশ্বকাপ বাছাইপর্বে ১৭তম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা। ঐতিহাসিক ম্যাচ সামনে রেখে দুই দিন আগেই আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়েছিলেন, ঘরের মাঠে শেষ ম্যাচ খেলতে নামবেন। তাই বুয়েন্স এইরেসের মনুমেন্তালে পুরো আলো ছিল তার ওপরই। ম্যাচের প্রথম গোলও আসে মেসির পা থেকে। লিয়ান্দ্রো পারেদেসের লম্বা পসে বল পান হুলিয়ান আলভারেজ। ডান প্রান্ত দিয়ে ভেনেজুয়েলার এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মাঝে দাঁড়ানো মেসিকে পাস দেন তিনি। বল পেয়ে বাঁ-পায়ের চিপ শটে প্রতিপক্ষের জালে বল পাঠান ফুটবল জাদুকর। এতে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় গোলেও অবদান রাখেন মেসি। ৭৬ মিনিটে তার পাস থেকে বল পান গঞ্জালেজ। এ উইঙ্গারের কাটব্যাকে ডাইভিং হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ।...