ঘোর অন্ধকারে নিমজ্জ্বিত ব্রাজিলকে আলোর দিশা দেখাতে দায়িত্ব নিয়েছেন কার্লো আনচেলত্তি। সেলেসাওদের দায়িত্ব নিয়ে ইতোমধ্যে তিন ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছেন তিনি। তার দর্শনে বদলে যাওয়া ব্রাজিল জয় পেয়েছে দুটি ম্যাচে, একটি ম্যাচে করেছে ড্র। নিশ্চিত করেছে আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলা। ইতালিয়ান এই মাস্টারমাইন্ডের অধীনে খেলা তিন ম্যাচের একটিতেও গোল হজম করেনি ব্রাজিল। এর মধ্যে স্কোয়াড নির্বাচনেও চমক দেখিয়েছেন আনচেলত্তি। পুরোপুরি ফিট না হওয়ায় দলে রাখেননি সেরা তারকা নেইমার জুনিয়রকে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর মতো তারকাদের স্কোয়াডে অন্তর্ভুক্ত করেননি তিনি। সেই দল নিয়েই আজ সর্বশেষ ম্যাচে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। বাছাইয়ের শেষ ম্যাচে আগামী ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপ জেতা ব্রাজিল অপেক্ষা করছে ষষ্ঠ শিরোপার। আনচেলিত্তর হাত ধরেই সেটি...