ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে কলা ভবনের ক্যাফেটেরিয়ার কক্ষ দখল করে বহিরাগত এনে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় বহিরাগতদের ব্যবহার এবং অনুমতি ছাড়াই কলা ভবন ক্যাফেটেরিয়ার একটি কক্ষকে প্রচারণা কার্যালয় হিসেবে ব্যবহার করায় এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে সমালোচনা তৈরি হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বন্ধের দিন বিকেলে সরেজমিনে কলা ভবন ক্যাফেটেরিয়ার ওই কক্ষে গিয়ে দেখা যায়, কলা ভবন ক্যাফেটেরিয়ার শিক্ষক ও কর্মকর্তাদের আহারকক্ষে ছাত্রদলের নির্বাচনী সামগ্রী রাখা আছে। দুজন বহিরাগত ছাত্রদলের নির্বাচনী সামগ্রী নিয়ে অবস্থান করছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে একজন নিজেকে খুলনা থেকে আসা এবং অন্যজন ঢাকা কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন। তারা জানান, ছাত্রদল-সমর্থিত সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিমের কাছে এসেছেন। নাম জানতে...