অভিনেত্রী অপু বিশ্বাস কুষ্টিয়াতে বিএনপির এক সভায় বক্তব্য রেখেছেন—এমন সংবাদ প্রকাশ হয়েছে আজ বিভিন্ন গণমাধ্যমে। এর পরই বিস্ফোরক মন্তব্য এলো পরী মণির কাছ থেকে। বললেন, ‘পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে!’ অনেকেই হয়তো অপুর সঙ্গে মেলাবেন ঘটনাটা। তার আগে দেখে নেওয়া যায় কী বলেছেন অপু। খোকসা উপজেলায় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল (৪ সেপ্টেম্বর) আয়োজিত ওই অনুষ্ঠানে অপুর সঙ্গে ছিলেন অভিনেতা নিরব হোসেন। বিপুল সংখ্যক মানুষ ভিড় জমিয়েছিল সেখানে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘সেই ঢাকা থেকে সাত ঘণ্টা জার্নি করে এসেছি আপনাদের সঙ্গে দেখা করবো এবং কথা বলবো বলে। আমি শিল্পী, এটাই আমার পরিচয়। আমি বগুড়ার মেয়ে। এর আগে রাজবাড়ী এসেছিলাম। কিন্তু খোকসা আসা হয়নি। এখানে আনার জন্য প্রাণপ্রিয় বড়ভাই রিপন ভাইকে ধন্যবাদ জানাই। তিনি আপনাদের সেবা করতে...