বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ম্যাচ বাকি আরও একটি। তবে সেই ম্যাচে খেলবেন না অধিনায়ক লিওনেল মেসি। দলের সঙ্গে একুয়েডরে যাবেন না এই মহাতারকা। বুয়েন্স এইরেসের মনুমেন্তালে বাংলাদেশ সময় শুক্রবার সকালের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলে জয়ের নায়ক মেসি। আবেগঘন ম্যাচে জোড়া গোল করেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে এটিই ছিল তার শেষ ম্যাচ। ম্যাচের পর ৩৮ বছর বয়সী মেসি জানান, কোচ লিওনেল স্কালোনির সঙ্গে আলোচনা করে বাছাইয়ের শেষ ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে যোগ দেবেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী। “লিওর (স্কালোনি) সঙ্গে কথা বলেছি আমি। তিনি আমাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সবে চোট থেকে সেরে উঠেছি। যদিও এখন ঠিকঠিক আছি। তবে আমার ভ্রমণ না করার এবং অন্য ম্যাচটি না খেলার সিদ্ধান্ত হয়েছে। আমরা এমএলএসে...