কানাডা প্রবাসী রাহবার খান এর আগে জাতীয় ফুটবল দলে খেলেছেন। এবার তিনি দেশের অধিনায়ক হয়ে খেলতে যাচ্ছেন এশিয়ান ফুটসালের বাছাইয়ে। টুর্নামেন্ট শুরুর ১২ দিন আগেই রবিবার মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ দল। এশিয়া কাপ ফুটসাল বাছাইয়ের মাধ্যমে বাংলাদেশ পুরুষ ফুটসাল দলের অভিষেক হতে যাচ্ছে, তাই আরও ভালো প্রশিক্ষণের জন্য মালয়েশিয়ায় আগেভাগে যাচ্ছে বাংলাদেশ। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ঢাকায় ফুটসাল অবকাঠামো ও অনুশীলন সুবিধা সেই অর্থে কম। তাই মালয়েশিয়ার কুয়ালামাপুরে ৮-১৭ সেপ্টেম্বর আমাদের ক্যাম্প হবে। ঐ সময়ে আমরা মালয়েশিয়ায় বিভিন্ন ক্লাব ও দলের সঙ্গে ৩-৪টি ম্যাচ খেলব। মালয়েশিয়া ফুটবল ফেডারেশন মাঠ ও ম্যাচ খেলার জন্য সহায়তা করছে।’ এশিয়ান ফুটসাল বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক মালয়েশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। ২০ সেপ্টেম্বর মালয়েশিয়ার কুয়ান্টানে ইরানের বিপক্ষে বাংলাদেশের প্রথম...