মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও রাশিয়া মনে হচ্ছে চীনের কাছে ‘হারিয়ে ফেলেছি’। এই সপ্তাহে দেশ দুটির নেতারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বেইজিংয়ের নেতৃত্বে নতুন বিশ্ব ব্যবস্থা চালু নিয়ে আলোচনার মাঝে নয়াদিল্লি ও মস্কোর প্রতি বিরক্তি প্রকাশ করে আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) এ মন্তব্য করেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের। চীনে তিন নেতা শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ সম্মেলনে একসঙ্গে থাকা একটি ছবিসহ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন ট্রাম্প। এতে তিনি লেখেন, ‘মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে সবচেয়ে গভীর ও অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছি। তাদের একসঙ্গে দীর্ঘ ও সমৃদ্ধ ভবিষ্যৎ হোক!’ ট্রাম্পের এই পোস্টের বিষয়ে জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে সাংবাদিকদের জানিয়েছে,...