শীর্ষনিউজ, ঢাবি:ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীদের প্রচার-প্রচারণা। এর মধ্যেই কদিন আগে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়েছিল আদালতে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্রলীগের কমিটিতে ছিলেন তিনি। এ নিয়ে জলঘোলাও হয়েছে বেশ। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফরহাদের বিরুদ্ধে উঠেছে নতুন এক অভিযোগ। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের একটি ক্লাসে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের কাছে ভোট প্রার্থনা করেন ফরহাদ।অবশ্য ফরহাদ নিজে এবং ওই সময় ক্লাসে উপস্থিত বেশ কিছু শিক্ষার্থী অভিযোগ অস্বীকার করেছেন। তাদের ভাষ্য, ক্লাস শুরু হওয়ার আগেই ফরহাদ কক্ষে...