শীর্ষনিউজ ডেস্ক:ভারতের হাসপাতালের ভেতরেই নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ইঁদুরের কামড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে এমওয়াই হাসপাতালের এ ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরে নবজাতকদের নিরাপত্তার দায়িত্বে থাকা হাসপাতালের কর্মীদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে এবং বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে। গত মঙ্গল ও বুধবার ওই হাসপাতালে দুই কন্যাশিশুর মৃত্যু ঘটে। শিশু দুটি আগে থেকেই গুরুতর অসুস্থ ছিল। তবে তাদের আঙুল ও কাঁধে ইঁদুরের কামড়ের দাগ পাওয়া যায়। দুই শিশুর একজনের ওজন ছিল মাত্র ১ কেজি, অন্যটির ১.৬ কেজি। চিকিৎসকরা জানান, মৃত্যুর কারণ গুরুতর সংক্রমণ এবং জন্মগত জটিলতা হলেও নবজাতক বিভাগের মধ্যে ইঁদুরের উপস্থিতি হাসপাতালে অবহেলা ও অস্বাস্থ্যকর পরিস্থিতি নিয়ে প্রশ্নে উঠেছে। দ্বিতীয় শিশুটিও পরে মারা যায়। এমওয়াই মেডিকেল কলেজের ডিন ডা. অরবিন্দ ঘাঙ্ঘোরিয়া ঘটনার জন্য...