হোয়াইট হাউস ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে যুদ্ধ বিভাগ করার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এই পরিবর্তনের ফলে আরো শক্তিশালী ভাবমূর্তি তৈরি হবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নাম আইনে নির্ধারিত থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে প্রশাসনিকভাবে ‘যুদ্ধ দপ্তর’ নামকে সেকেন্ডারি শিরোনাম হিসেবে ব্যবহার করার অনুমোদন দিয়েছেন। নথি অনুযায়ী, প্রতিরক্ষা কর্মকর্তারা সরকারি চিঠিপত্র, জনসাধারণের সঙ্গে যোগাযোগ, আনুষ্ঠানিক অনুষ্ঠান এবং নির্বাহী শাখার অ-বিধিবদ্ধ নথিপত্রে ‘যুদ্ধ মন্ত্রী’ এর মতো গৌণ শিরোনাম ব্যবহার করতে পারবেন। এখনও স্পষ্ট নয় ট্রাম্প কবে আদেশে স্বাক্ষর করবেন। তবে শুক্রবারের (৫ সেপ্টেম্বর) তাঁর প্রকাশিত কর্মসূচিতে বলা হয়েছে, বিকেলে তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন এবং হোয়াইট হাউসের ওভাল অফিসে...