রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নি-সংযোগ করছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। তাতে জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাঁচতলা ভবনের নিচের দুটি তলা অনেকটা পুড়ে গেছে। ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকালে শাহবাগ মোড়ে সংহতি সমাবেশ আয়োজন করেছিল গণঅধিকার পরিষদ। সেই সমাবেশ শেষ করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান দলটির নেতাকর্মীরা। আগে থেকেই সেখানে অবস্থান নিয়ে থাকা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে ভাংচুর চালিয়ে তারা আগুন ধরিয়ে দেন। ভাংচুরে অংশ নেওয়া রিফাত নামের একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, আমাদের নুরু ভাইয়ের উপর হামলা করেছে, জাতীয় পার্টির অস্তিত্ব রাখব না।" প্রত্যক্ষদর্শী রিকশা চালক আক্কাস আলী বলেন, "হঠাৎ একদল...