শীর্ষনিউজ, বগুড়া:বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ততই বাড়ছে। একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। গণতন্ত্র বিরোধীরা জাতীয়তাবাদী শক্তিকেই টার্গেট করছে। দলের বিরুদ্ধে মব সংস্কৃতিসহ নানা ট্যাগিং, সাইবার বুলিং করা হচ্ছে। দেশের মাটি ও মানুষের সঙ্গে বিএনপির সম্পর্ক। নতুন করে যতই চক্রান্ত হোক, ব্যর্থ হবেই ইনশাআল্লাহ। জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্রই টিকবে না। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া শহরের ডিসি পার্ক (এসপি ব্রিজ) সংলগ্ন করতোয়া নদীতে মাছের পোনা অবমুক্ত কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা মৎস্যজীবী দল আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র রেজাউল করিম বাদশা ও জেলা বিএনপির...