নেপালের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনিবন্ধিত ২৬টি প্ল্যাটফর্মের এক্সেস ব্লক করে দেওয়ার জন্য টেলিযোগাযোগ কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনার পরপরই আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) নেপালে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ব্যবহার করা যাচ্ছে না। এ কারণে দেশটির লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। খবর এএফপির। মন্ত্রণালয় যে ২৬টি প্ল্যাটফর্মের বিরুদ্ধে নিবন্ধন না করার অভিযোগ এনেছে তার মধ্যে রয়েছে তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন ফেসবুক, ইউটিউব, এক্স ও লিঙ্কডইনের মতো সামাজিক মাধ্যমগুলো। নেপালের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুধীর পরাডুলি এ প্রসঙ্গে বার্তা সংস্থা এএফপিকে বলেন, গতকাল (বৃহস্পতিবার) নির্দেশ আসার পর আমরা ইউআরএলগুলো বন্ধ করে দিয়েছি, কিন্তু পুরোপুরি বন্ধ করতে সময় লাগবে। এক্ষেত্রে আমরা কী পদ্ধতি ব্যবহার করব তা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। ফেসবুক,...