০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম আগামীকাল (৬ই সেপ্টেম্বর) বাংলা চলচ্চিত্রের রাজপুত্র খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ্-এর ২৯ তম মৃত্যুবার্ষিকী। প্রিয় নায়কের মৃত্যুর প্রায় তিন যুগ পরেও ভক্তদের কাছে এখনও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অকাল প্রয়াত এই তারকা। এবার সালমান শাহ্ স্মরণে তাকে নিয়ে গান গাইলেন বর্তমান সময়ের জনপ্রিয় গীতিকার ও সুরকার আরিফ হোসেন বাবু। 'স্বপ্নের নায়ক তুমি' শিরোনামে গানটির কথা, সুর ও কন্ঠ দিয়েছেন আরিফ হোসেন বাবু নিজেই। এছাড়া গানটির সংগীত পরিচালনা করেছেন নেয়ামত হোসেন। আসন্ন এই গান প্রসঙ্গে আরিফ হোসেন বাবু বলেন, 'ছেলেবেলা থেকেই সালমান শাহের ভক্ত আমি। সবসময়ই তার সিনেমার গান কভার করতাম। সেই বাসনা থেকেই প্রিয় নায়কের স্মরণে তাকে নিয়ে একটা গান লিখে ফেলি। একজন সালমান ভক্ত হিসেবে তার স্মৃতি স্মরণ...