০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৪ পিএম প্রশ্ন : সাধারনত আমরা রমজান মাসে জাকাত হিসেব করি এবং আদায় করি, আমরা জানি রমজানের পরেও জাকাত আদায় করা যায়। যদি রমজান মাসে জাকাতের টাকা সম্পূর্ণ আদায় করতে না পারি আর বাকি টাকা হিসেব করে জাকাতের নিয়তে যদি সারা বছর ধরে বিভিন্ন অসহায়/বিপদগ্রস্থ মানুষ ও ফকির মিসকিন বা ভিক্ষুকদের মাঝে যখন যা পারি তা দিয়ে দেই তাহলে জাকাত আদায় হবে কিনা? উত্তর : জাকাত সারা বছরই আদায় করা যায়। যার যখন জাকাতের বছর পূর্ণ হয়, তখনই সে জাকাতের হিসাব করবে। রমজানের সাথে জাকাতের নির্দিষ্ট কোনো সম্পর্ক নেই। অনেকে রমজানে জাকাত দেওয়া সুবিধাজনক মনে করেন, এ পর্যন্ত ঠিক আছে। তবে, জাকাত রমজানে দিতে হবে এমন কোনো নিয়ম শরীয়তে নেই।...