শিলংয়ের ঘটনা। ভারত-বাংলাদেশ ম্যাচের স্কোয়াড ঘোষণার সময় ধারাভাষ্যকার যখন বললেন-হামজা চৌধুরী, তখন গ্যালারিতে বয়ে গিয়েছিল উচ্ছ্বাসের ঢেউ। বাংলাদেশের হয়ে খেলা ইংল্যান্ড প্রবাসী এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে এভাবেই বরণ করে নিয়েছিল ভারতের সমর্থকেরা। একই প্রস্তুতি কী ছিল নেপাল সমর্থকদেরও? দলটির অধিনায়ক কিরণ চেমজং বললেন, কেবল নেপালের সমর্থকরাই নয়, তিনি নিজেও মুখিয়ে ছিলেন হামজার বিপক্ষে খেলতে! কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায় প্রথম প্রীতি ম্যাচে লড়বে দুই দল। শুরু থেকেই নেপাল সফরে আসার সম্ভাবনা ছিল না হামজার। কিছুদিন আগে চোট পাওয়ায় সে সম্ভাবনাও শেষ হয়ে যায় পুরোপুরি। লেস্টার সিটির হয়ে খেলা হামজাকে বাংলাদেশ দলে না দেখতে পেয়ে হতাশা আড়াল করেননি কিরণ। “আমরা এই দুই প্রীতি ম্যাচে হামজাকে বাংলাদেশের দলে দেখতে চেয়েছিলাম। সত্য কথা বলতে, সব নেপালী সমর্থকরা তাকে আমাদের মাঠে...