চিলির বিপক্ষে গত জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর। সেই ম্যাচে লিওনেল মেসির সঙ্গে মাত্র ছয় মিনিট খেলেন তিনি। এতেই আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ খেলোয়াড় (১৭ বছর ৯ মাস ২২ দিন) হিসেবে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলাররেকর্ড গড়েন। তখন মাস্তানতুয়োনো ছিলেন রিভারপ্লেটের ফুটবলার, এখন রিয়াল মাদ্রিদের। তরুণ এই মিডফিল্ডার আজ আর্জেন্টিনার জার্সিতে নিজের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই খেলেছেন, যেটি দেশের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে মেসির শেষ ম্যাচ হয়ে থাকল। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে ভেনেজুয়েলার বিপক্ষে ৩–০ ব্যবধানের জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক করেছেনজোড়া গোল। তবে আজ শুরু থেকে খেললেও মাঠে তেমন প্রভাব রাখতে পারেননি মাস্তানতুয়োনো। একবার তো মেসিকে পাস দেওয়ার সুযোগ থাকলেও তা না করে নিজেই শট নিয়েছেন। এতে মেসি নাকি এতটাই রেগে গিয়েছিলেন...