তখনও নেপালের অনুশীলন শেষ হয়নি। একটু আগেভাগে দশরথ স্টেডিয়ামে চলে আসা বাংলাদেশ দলের সবাই তাই বেশ কিছুক্ষণ বসে থাকলেন টিম বাসের ভেতরে। সামনের দিকে বসে থাকা হাভিয়ের কাবরেরাকে দেখা গেল মাথা চুলকেই চলেছেন। চোখে-মুখে চিন্তার বলিরেখাও বেশ স্পষ্ট। তা হওয়ারই কথা। কেননা, নেপালের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য দুঃস্বপ্নই! কাবরেরার দুঃশ্চিন্তা বেড়েছে আরও অনেক কারণে। চোট পাওয়া ফয়সাল আহমেদ নিয়ে দুর্ভাবনার মেঘ কাটেনি পুরোপুরি। এই ফরোয়ার্ড ফাহিমকে আগের দিন করেছেন হালকা অনুশীলন। এর মধ্যে দলের প্রথম পছন্দের গোলরক্ষক মিতুল মারমা কুঁকচির চোটে ভুগছেন। এদিনের অনুশীলনে তেমন একটা ঘাম ঝরাতে দেখা গেল না তাকে। এই সমস্যাগুলোর সাথে নিকট অতীতের পরিসংখ্যানের প্রবল চোখ রাঙানি নিয়ে শনিবার প্রথম প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নেপালের অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রস প্রীতি ম্যাচের সংবাদ সম্মেলনে সম্প্রীতির...