০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ পিএম রাজবাড়ীর গোয়ালন্দে ১২ ফুট উঁচুতে কাবা শরীফের আদলে উঁচু বেদি তৈরি করে নুরাল পাগলার মরদেহ দাফনের অভিযোগে মরদেহ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নুরাল পাগলার দরবারে হামলা চালিয়ে অগ্নিসংযোগও করা হয়। এতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উত্তেজিত জনতা দরবারে হামলা চালায়।এতে আহত হন দুই পক্ষের শতাধিক মানুষ। স্থানীয়রা জানান, গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের মৃত্যুর পর তাকে মাটি থেকে প্রায় ১২ ফুট উঁচুতে কাবা শরীফের আদলে তৈরি এক কবরস্থনে দাফন করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ী জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে আন্দোলনে নামেন তৌহিদী জনতা। আজ...