পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি অভিযোগ করেছেন, ভারত অবৈধভাবে সিন্ধু পানি চুক্তি অস্বীকার করছে এবং এবার ওই চুক্তির আওতায় বন্যা সম্পর্কিত তথ্যও ভাগ করতে ব্যর্থ হয়েছে। বন্যাকবলিত কাসুর সফরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতকে হয় চুক্তি মানতে হবে, নয়তো পাকিস্তানের নদীগুলো ফেরত দিতে হবে।’ বিলাওয়ালের অভিযোগ, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে নয়াদিল্লি শেষ মুহূর্তে পানি ছাড়ার তথ্য দিলেও কতটা পানি ছাড়া হয়েছে তা জানায়নি। তিনি আরও বলেন, পাকিস্তান ভারতকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করবে। তার ভাষায়, ‘ভারত পানি দিয়ে সন্ত্রাস চালাচ্ছে, আর এর শিকার হচ্ছে পাকিস্তানের সাধারণ মানুষ।’ পাকিস্তান শুক্রবার উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এই বছর ভারতের মাধ্যমে দেওয়া বন্যা সম্পর্কিত তথ্য আগের তুলনায় যথেষ্ট বিস্তারিত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান জানান, ভারত ইন্দুস ওয়াটার...